নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়ায় সড়কে ‘ঘাতক’ ফিটনেসবিহীন গাড়িতে দাপিয়ে বেড়াচ্ছেন লাইসেন্সবিহীন অদক্ষ চালক। এই দুইয়ে মিলে সড়ক অনিরাপদ করে তুলেছে। এতে প্রায়ই ঘটছে প্রাণহানি; মৃত্যুফাঁদে পরিণত হয়েছে এই সড়কটি। এছাড়া এই সড়কে অপ্রাপ্ত বয়স আর লাইসেন্সবিহীন অদক্ষ চালক দিয়ে চলানো হয় ফিটনেসবিহীন এসব গাড়ি।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে অবৈধভাবে পার্কিং ও অতিরিক্ত মালামাল পরিবহন করা হলেও সংলিষ্ট প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। গাড়ি ও লোকবল সংকটের কারণে দায়সারাভাবেই চলছে সংলিষ্ট প্রশাসনের কার্যক্রম। আর কত মায়ের কোল খালি হলে সংলিষ্ট প্রশাসনের টনক নড়বে? প্রশ্ন এলাকাবাসীর!!!!
রাঙ্গুনিয়ায় দিন দুপুরে মসজিদের মাইক সেট চুরি
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শাহাবুদ্দীন নগর ফারুকে আজম জামে মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া ৫নং পারুয়া ৮নং সাহাববুদ্দীন নগর হাজারীহাট…