
নিউজ ডেস্ক:রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক, পদুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ নুরুন্নবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত সোমবার সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হলে তাকে চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।