নিউজ ডেস্ক: পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি-এই স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে র্যালিটি থানা প্রাঙ্গণ থেকে শুরু করে রাজারহাট বাজারের বিভিন্ন স্পট পরিদর্শন করে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছানের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভায় রাজারহাট বাজারের ব্যবসায়ী বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,থানার পুুলিশ সদস্যরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।