
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম রাঙ্গুনিয়া পদুয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ,গ্রাম ও মহল্লা কমিটির উদ্যাগে রাঙ্গুনিয়া উপজেলার ত্রিপুরা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদুয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আবুল কালাম চৌধুরী (বাচা) এর সভাপতিত্বে নবনিবাচিত নেতৃবৃন্দদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম তালুকদার।

উদ্বোধক ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিজন দাশ গুপ্ত, আমিনুল হক আমিন,ইউনিয়ন আ:লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাষ্টার রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ছাবের মাষ্টার,

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইন্দিরা বড়ুয়া,

সাধারন সম্পাদক রুজি বেগম,নুরুল আবছার তালুকদার,ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানক,পদুয়া ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, ছাত্র নেতা জাহিদ হোসেন,

ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: রায়হান তালুকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্র লীগের যুগ্ম-সাধারন সম্পাদক তারেকুল ইসলাম স্বাধীন,২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ,গ্রাম ও মহল্লা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

