নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে পদুয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালিটি রাজারহাট ব্রাম্মনহাট ব্রীজ হতে পদুয়া নারিশ্চা বাজার,১০ মাইল মুক্তিযোদ্ধা বাজার,ব্রীজঘাটা ও পদুয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজারে এসে শেষ হয়।
র্যালি শেষে মুক্তিযোদ্ধা বাজারে কেক কর্তনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল।
পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম সায়েদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এরশাদ মাহমুদ।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালির শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।