নিউজ ডেস্ক:রাঙ্গুনিয়া পৌরসভায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় শরীরে আগুন দিল কিশোরী,পরে আগুনে দগ্ধ হয়ে সুপ্তা দাশ (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিবার বলছে রান্নাঘরের চুলা থেকে ওড়নায় আগুন লেগে তার শরীর ঝলসে যায়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে একই এলাকার এক তরুণের সাথে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় সে নিজ শরীরে আগুন লাগিয়েছে।
নিহত সুপ্তা রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দাশপাড়া গ্রামের নলিনি দাশের মেয়ে।