অনলাইন নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়নে অস্ত্রসহ এক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৩ইং তারিখ দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১০ নং পদুয়া ইউপিস্থ ১নং ওয়ার্ডরে অন্তর্গত নারিশ্চা মগবাঁধের ব্রীজের উত্তর পাশের রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র এলজি ও ১টি সিএনজি গাড়িসহ (যাহার রেজি:নং-চট্টগ্রাম-থ-১৪-২২৬১) মো: সুমন উদ্দিন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী মোহাম্মদপুর ৩ নং ওয়ার্ডের (পৌরসভা) মৃত রাজা মিয়ার ছেলে মো: সুমন উদ্দিন (২২)
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে ১০ নং পদুয়া ইউপিস্থ ১নংওয়ার্ডরে অন্তর্গত নারিশ্চা মগবাঁধের ব্রীজ এলাকা দিয়ে সিএনজি যোগে অস্ত্রবহন করে নিয়ে যাচ্ছিল মো: সুমন উদ্দিন। খবর পেয়ে দ্রুত এস আই (নি:) আবুল ফারেজ জুয়েল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে অস্ত্রসহ তাকে ওই এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে মো: সুমন উদ্দিনের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।