
নিউজ ডেস্ক:রাঙ্গুনিয়া পদুয়ার ঐতিহ্যবাহী রাজারহাট বাজার সারাশিয়া এলাকার ইমাম উদ্দীনের ১২৫ সিসির মোটর সাইকেল চুরি হয়েছে।
ঘটনা বিবরণে জানাযায়,রাঙ্গুনিয়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের সাঁরাশিয়া গ্রাম নিবাসী হাজী আতর আলীর ছেলে
মো: ইমাম উদ্দিন ৩০ নভেম্বর (রোজ: বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় নীল রংয়ের ১২৫ সিসির ডিসকভার মোটর সাইকেলটি ( গাড়ী নং-চট্টমেট্রো-হ-১৭-৫০৯১) রাজারহাট বাজার প্রাঙ্গণে গাড়ি রেখে বাজার করতে গেলে বাজার শেষে বাড়ী যাইতে চাইলে মোটর সাইকেল যথা স্থানে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটি পাননি। মোটর সাইকেলটি চুরি হয়েছে বলে স্থানীয়রা ও মালিক পক্ষ আন্দাজ করছেন।
এ ব্যাপারে মোটর সাইকেল এর মালিক ইমাম উদ্দিন বলেন বলেন, চুরেরা আমার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। আমার গাড়ীর কাগজ পত্র আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল এর কোনো সন্ধান পাওয়া যায়নি।