নিউজ ডেস্ক: মাদকের বিরুদ্ধে ফুটবল এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে নাপিত পুকুরিয়া উদালবনিয়ায় মরহুম আলহাজ্ব আব্দুল হাফেজ তালুকদার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে নাপিতপুকুরিয়া উদালবনিয়া বাজার সংলগ্ন মাঠে নাপিত পুকুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আবছার তালুকদারের সভাপতিত্বে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যরাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এরশাদ মাহমুদ।
উদ্বোধক ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুছ।
ফাইনাল খেলায় উদলবনিয়া বেকারি বনাম নাপিত পুকুরিয়া জুনিয়র টিম প্রতিদ্বন্দ্ধিতা করে। এতে ট্রাইবেকারে নাপিত পুকুরিয়া জুনিয়র টিম বিজয়ী হয়। খেলা শেষে আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাহিদ হাছান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফারুক তালুকদার,পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো: রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান সদর উপজেলার সাবেক সভাপতি সিংচাইনো মার্মা, ফাইনাল খেলা আয়োজক কমিটির সকল সদস্য ও নাপিত পুকুরিয়া ও উদালবনিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন করেন মো: জামাল উদ্দিন।