নিউজ ডেস্ক: চট্টগ্রাম মুরাদপুরে এজেন্সির স্বত্বাধিকারী
মো: জাহাঙ্গীর আলমের “তাকওয়া ট্রাভেল” এজেন্সির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে মুরাদপুর, মির্জারপুল,৩০৪,কে প্লাজার ৩য় তলায় এই অফিসের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ মাওলানা মুফতি অছিউর রহমান আল-ক্বাদেরি।
এতে আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর, অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া,যুবলীগ নেতা মো. আলী,বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি শামসুল আলম,হানিফ সেকান্দর, শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপ ট্রাভেলস এজেন্সীর মালিক মন্জুরুল আলম,ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শহিদুল্লাহ প্রমুখ।
তাদের সেবাসমূহ হলো:- হজ্ব, ওমরা, সকল প্রকার ভিসা প্রসেসিং, আন্তর্জাতিক ও অভ্যান্তরিন বিমানের টিকেট, ম্যান পাওয়ার ও পাসপোর্ট তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান।
উল্লেখ্য, রাঙ্গুনিয়া লিচুবাগান আল-ইমারত শফিং কমপ্লেক্সের নিচ তলায় তাদের আরো একটি শাখা অফিস রয়েছে।