নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় শতাধিক আলেমদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া আওয়ামী লীগের কার্যালয়ে রাঙ্গুনিয়ার শতাধিক আলেমদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ফারুক।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় রমজানের শুরু থেকেই রাঙ্গুনিয়াজুড়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছে এনএনকে ফাউন্ডেশন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং রাঙ্গুনিয়ার আংশিক সংসদীয় এলাকা শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত রেখেছে দাতব্য প্রতিষ্ঠানটি।