নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গত বৃহস্পতিবার ও রবিবার রাঙ্গুনিয়ায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়। রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে উপজেলার ইউনিয়ন জুড়ে প্রতিজনকে ১০ কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম চলছে।
উপজেলার পদুয়া ইউনিয়নের অসহায় দুস্থ-পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। সাধারণ মানুষ বিপুল উৎসাহে পরিষদ প্রাঙ্গণে এসে চাল সংগ্রহ করে।
এদিন চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।
পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর বলেন, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পদুয়া ইউনিয়নে প্রায় ২৫ শতাধিক পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর আওতায় চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।