নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে দুটি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে ইছাখালী সিএনজি গ্যাস ফিলিং স্টেশন প্রাঙ্গণে এসব ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিক রিক্সা দুটি হস্তান্তর করেন তাঁর সহধর্মীনি নূরান ফাতেমা এবং স্নেহধন্য ছোট ভাই এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, আওয়ামী লীগ নেতা শৈবাল চক্রবর্তী প্রমুখ।
এসময় এরশাদ মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ার অসহায় পরিবার যেনো স্বাবলম্বী হতে পারে সেজন্য এনএনকে ফাউন্ডেশন সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সাসহ নিয়মিত আর্থিক অনুদান দিয়ে চলেছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে এবং ঈদ, পূজাসহ প্রায় সারা বছর ধরে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।