নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় সরফভাটা থেকে অস্ত্র ও কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল চিরিঙ্গা রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই এলাকার আকবর হোসেনের ছেলে মো. মোরশেদ (১৯) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শুক্কুর আলম (১৯)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান আজকের রাঙ্গুনিয়া নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজিসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই :এস এ মুরাদ চৌধুরী
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে। ধর্ম-বর্ণ…