নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া লালানগর আলম শাহ পাড়ার দক্ষিণ পার্শ্বে অবস্থিত দারুল কুরআন মাদরাসার দোয়া ও ইফতার মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে গত শুক্রবার (২৯ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসাটি থেকে সদ্য কুরআন হাফেজ হওয়া শিক্ষার্থী হাফেজ মো.জুবাইদুল ইসলাম আরফাত এবং জুনাইদ ইসলামকে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ রফিক।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দারুল কুরআন মাদরাসার সদরে মুহতামিম মাওলানা মুফতি নেজাম, সাংবাদিক জগলুল হুদা,
কাতারী মসজিদের খতিব মাওলানা মুফতি এরশাদ,দারুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আজিজ কোম্পানী ও দিদারুল আলম প্রমুখ।
শেষে সংবর্ধিত দুই হাফেজদের উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।