নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা থেকে এক বিধবা বোবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ(২৬) কে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গতকাল ২৫ এপ্রিল রাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইউসুফ ঐ গ্রামের মো: ইদ্রিছের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ৪নং ওয়ার্ডস্থ ছৈয়দেরখীল সাকিনে হামিদের গোয়াল ঘরের পশ্চিম পাশে ভিকটিম বিধবা বোবা কুলছুমা বেগম (৩৩) কে ইশারায় ডেকে এনে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে মো. ইউসুফ জোরপূর্বক ধর্ষণ করে বলে ধর্ষণের শিকার নারীর স্বজনরা পুলিশকে লিখিতভাবে জানায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মির্জা মো: হাছান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষা করার জন্য পুলিশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীর বিরুদ্ধে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।