নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের স্নেহধন্য ছোটভাই পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ।
সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক (ব্যবসায়ী প্রতিনিধি) নির্বাচিত হন তিনি।
শনিবার (১১ মে) রাতে তিনি তার নিজ এলাকায় আগমন করলে নিজ বাসা ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত ন্যাশনাল ব্যাকের পরিচালক এরশাদ মাহমুদকে।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,আওয়ামী লীগ নেতা,মাষ্টার রফিক,মাষ্টার মো: ছাবের,অন্জন মাষ্টার, সেলিম উদ্দিন,ইমাম উদ্দিন,মং তালুকদার, সন্জয় দে ভুট্টো, সত্যজিৎ,প্রিয়তোষ কান্তি দে সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ আরো অনেকে এরশাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান।