নিউজ ডেস্ক:আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম ২ টাকা ৫০ পয়সা, অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে তা জানানো হয়। তাতে ভোক্তারা প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা, অকটেন ১২৬ টাকা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনতে পারবেন। নতুন এই মূল্য শনিবার (১ জুন) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার পেট্রোল ১২৪ টাকা ৫০ পয়সা, অকটেন ১২৮ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিন ১০৭ টাকায় কিনতে পারছে ভোক্তারা।
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগ জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
পদুয়ায় কঠিন চীবর দান ও ভদন্ত সুমনতিষ্য মহাথের বরণ উৎসব অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস বাটানা পাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব ও ভদন্ত সুমনতিষ্য থের’র মহাথের বরণ উৎসব শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত…