

নিউজ ডেস্ক : চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া পদুয়ায় সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,মিলাত মাহফিল ও কেক কাঁটা অনুষ্ঠান রবিবার (২৩ জুন) সকালে পদুয়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি বিজনদাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য, ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও জাতীয় মৎস্য স্বর্ণপদক প্রাপ্ত, পরির্বতনের নায়ক, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এরশাদ মাহমুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান মেম্বার,আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন,মাষ্টার রফিক উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ইন্দিরা বড়ুয়া,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারেক সোহেল,ছাত্র লীগের সভাপতি সাখাওয়াত হোসেন,কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সুমন প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার ছাবের আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার, আওয়ামী লীগ নেতা মো: সেলিম,একে খান, মতিউর রহমান,ইসমাইল হোসেন টিটু, আমিনুল হক আমিন, মাওলানা হাকিম উদ্দিন, মৌলভী নুরুল আজিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুজি আকতার,সঞ্জয় দে ভুট্টো,প্রণব দে,পরিতোষ দে,ইমাম উদ্দিন,আহমদ বশর, হোসেন মেম্বার,নুরুল আবছার মেম্বার,কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা ও ছাত্রলীগ নেতা প্রিয়তোষ কান্তি দেসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া, মোনাজাত ও প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেন নেতৃবৃন্দরা।
