
নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আ’লীগের আয়োজনে সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার (৩০ জুন) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য, ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও জাতীয় মৎস্য স্বর্ণপদক প্রাপ্ত, পরির্বতনের নায়ক, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এরশাদ মাহমুদ।

পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, পৌরসভা আ’লীগ নেতা এনামুল হক, আবু তাহের, রঞ্জন বড়ুয়া, লোকমানুল হক তালুকদার, রাসেল চৌধুরী, ফজলুল করিম তালুকদার, ওসমান গণি সোহেল, পারভেজ চৌধুরী, মো. ইকবাল, জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, আওয়ামী লীগ নেতা আলম শাহ তালুকদার, বদিউজ্জামান বদি, মোহাম্মদ আলমগীর, পলাশী মুৎসুদ্দি, আশিষ বড়ুয়া, শুক্লা মুৎসুদ্দি, মাস্টার এম ইস্কান্দার মিয়া তালুকদার, দেলোয়ার হোসেন, দিদারুল আলম, মোরশেদ তালুকদার, সিরাজুল ইসলাম, মো. সাইফুল, মো. সোহেল রানা প্রমুখ।


অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন কাজল ও রাতুল বৈদ্যের পরিচালনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।