
নিউজ ডেস্ক:চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া ত্রিপুরা সুন্দরী এলাকায় গোয়াল ঘর বেঙ্গে বন্য হাতির আক্রমণে মো: ওসমানের পালিত ১টি গা়ভীর মৃত্যু ও ৫টি গবাদি পশু গুরুতর জখম হয়েছে।

শনিবার (১৩ জুলাই) আনুমানিক রাত দেড়টার দিকে
পদুয়া ত্রিপুরা সুন্দরী পাশ্ববর্তী আবুল কালাম মেম্বারের খামারের পাশে এ ঘটনা ঘটে।

পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ত্রিপুরা সুন্দরী এলাকায় ঢুকে পড়ে হাতির একটি দল। শুধু গ্রামে ঢুকে পড়া নয়, শস্যক্ষেত থেকে গৃহস্থের ঘরে রীতিমতো তাণ্ডব চালায় হাতির দলটি। হাতির হানায় একাধিক গবাদি পশু হতাহত হয়।

কয়েকটি বন্যহাতি আশে পাশের ক্ষেত খামার ক্ষতি করে ত্রিপুরা সুন্দরী এলাকার বাসিন্দা মো: ওসমানের গোয়াল ঘর ভেঙে পালিত গবাদি পশুগুলোকে গুরুতর জখম করে এবং একটি গাভী গুরুতর জখম হয়ে মারা যায়।

অসহায় কৃষক মো: ওসমান সংবাদ মাধ্যমকে জানায়,আমি অসহায় মানুষ, আমি কোন রকম চাষাবাদ করে কিছু গবাদি পশু লালন পালন করে সংসার চালায়,আমার ৪টি সন্তান রয়েছে তারা সকলে স্কুল মাদরাসায় লেখা পড়া করে। আমার আনুমানিক ৬ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়েছে।
আমরা অসহায়, আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা চাই।

উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বন্যহাতির আক্রণে এর আগেও অনেক মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা কৃষকের পালিত গবাদি পশুর ক্ষতিপূরণ দাবি করে পরবর্তীতে বন্যহাতি নিয়ন্ত্রণে ব্যবস্থার নেয়ার সরকারের প্রতি জোর দাবি জানান।