নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় সরফভাটা থেকে ৩টি অস্ত্র,কার্তুজ ও পিকআপ গাড়িসহ এক যুবককে গ্রেফতার আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন হাটহাজারী মুরাদপুর মাহিনের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মো.সাইফুল ইসলাম (৪১)। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান আজকের রাঙ্গুনিয়া নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই আব্দুর রশীদ ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আগামীকাল গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।