
নিউজ ডেস্ক: চট্টগ্রামে এবার পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর ও আরো একটি পুলিশ বক্সে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরের দামপাড়া ও জিইসির মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা গেছে, ওয়াসার মোড়ে পুলিশের সাজোয়া যানে হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের পর দামপাড়া হয়ে জিইসির মোড়ের দিকে যাওয়ার পথে দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এরপর জিইসির মোড় এলাকায় গিয়ে সেখানে আরো একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, পুলিশের সাজোয়া যানে হামলার পাশাপাশি দুটি পুলিশ বক্স ও মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বেলা ১২টা থেকে নগরের আন্দরকিল্লা এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর সেখানে তাদের সঙ্গে যোগ দেন মুসল্লিরাও।
এরপর আন্দোলনকারী-মুসল্লি এক হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লালদীঘি-রাইফেল ক্লাব-নিউমার্কেট-
কদমতলী-টাইগারপাস-লালখান বাজার-ওয়াসার মোড়-জিইসির মোড়-মুরাদপুর হয়ে সর্বশেষ বহদ্দারহাট এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে সন্ধ্যা ৬টায় কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।