
নিউজ ডেস্ক: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৬টায় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।
মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, ‘মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।’
এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে আন্দোলনকারীরা ভাঙচুর ও আগুন দেন বলেও জানা গেছে।