
নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস মাদরাসার ছাত্র ইমরান হোসেন নবীর (১৬) নামে এক মাদরাসা ছাত্রকে খুনের ঘটনায় ঘাতক মারুফকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রবিবার (১৮ আগস্ট ) রাতে সুখবিলাস তার নানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ সুখবিলাস ওয়ার্ডের মাওলানা ফারুকের ছেলে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গত ১৭ আগস্ট সুখবিলাস শারজাহ হাসপাতালের পাশ্ববর্তী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৮ আগস্ট ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো: হাছান বলেন, ‘ভিকটিম ইমরান হোসেন নবীর সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার নামে একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতো। ভিকটিম আসামির পূর্বপরিচিত। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভিকটিমের কাছে একটি ভাল মোবাইল ছিল। ভিকটিমের কাছ থেকে লোভের বসে মোবাইল নেয়ার জন্য কল দিয়ে ডেকে নিয়ে ভিকটিমকে হত্যা করে মারুফ। পরে ভিকটিমের কাছ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায়। ওই মোবাইলের সূত্র ধরে আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে ভিকটিমের ব্যবহৃত মোবাইলকে ঘাতকের কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।