
নিউজ ডেস্ক: আজ ২২ আগস্ট রোজ: বৃহস্পতিবার দুপুর ১টাকাপ্তাই লেকের পানির বর্তমান উচ্চতা ১০৩ ফুট (এমএসএল), যা গতকাল ছিলো ১০১ ফুট। ২৪ ঘন্টায় পানির উচ্চতা ২ফুট বেড়েছে। তবে পানির বিপদসীমা ১০৮ ফুট। বিপদসীমার চেয়ে পানি ৫ ফুট কম রয়েছে। ফলে এই মুহুর্তে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার কোন আশঙ্কা নেই। অন্তত আগামী ২ দিনের মধ্যে কাপ্তাই বাঁধ থেকে কোন পানি ছাড়া হবে না।
আর যদি বৃষ্টি অব্যাহত থাকে, পানির উচ্চতা ১০৮ ফুটের কাছাকাছি চলে আসে তবে পূর্বঘোষনা এবং সতর্কতা জারি করে সীমিত পরিসরে পানি ছাড়া হতে পারে বলে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ।