
নিউজ ডেস্ক: ফটিকছড়ি উপজেলার ভুজপুর ও দাঁতমারা ইউনিয়নে শিশুসহ দুইব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভূজপুর ইউনিয়নের পূর্ব ভূজপুর ৫নং ওয়ার্ড়ে কবিরে পাড়ায় বন্যার পানিতে ছেলেকে বাঁচাতে গিয়ে নজির আহমদ নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার ছেলে বৈদ্যুতিক খুঁটিকে জড়িয়ে ধরে প্রাণে বাঁচে। পরে এলাকাবাসীরা তাকে পানি হতে উদ্ধার করে। সে জানিয়েছে তার বাবা পানিতে আছে। এ খবরে এলাকাবাসীরা নজির আহমদকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
দুপুর ২টার দিকে অপর ঘটনাটি ঘটে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের সাদি নগরে। বন্ধুদের সাথে পানিতে খেলতে গিয়ে সামি (১২) নামের শিশুটি ভেসে যায়। জানতে পেরে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেও সামির খোঁজ পায়নি। সে উক্ত এলাকার মুহাম্মদ আব্দুল হামিদের ছেলে।