
নিউজ ডেস্ক: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার রাত এগারটা পর্যন্ত পানির উচ্চতা রয়েছে ১০৬ দশমিক ৭৮ মীন সি লেভেল।
এর আগে বিকেল চার টায় কাপ্তাই লেকে ১০৬ দশমিক ২৪ মীনস সি লেভেল পানি ছিল। সাড়ে সাত ঘন্টায় ০.৫৪ মীনস সি লেভেল পানি বৃদ্ধি পেয়েছে।
আজ সকাল থেকে এ এলাকায় বৃষ্টি না হলেও কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাচ্ছে। যে হারে পানি বাড়ছে এ হিসাবে আগামীকাল শনিবার রাত বারটার পরে ১০৮ মীনস সি লেভেল হওয়ার আশংকা রয়েছে।
লেকে পানি ধারণ ক্ষমতা লিমিট ক্রস করলে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পিডিবি সূত্রে জানা গেছে।
আতঙ্ক নয়, সকলে সচেতন হোন।