
নিউজ ডেস্ক: শনিবার সকাল ৮টা কাপ্তাই হ্রদে পানির লেভেল
১০৭.২৭ এমএসএল, পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। (আতংক নয়,সচেতন হোন)
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা রয়েছে ১০৭ দশমিক ২৭ মীন সি লেভেল।
এর আগে গতককল রাত ১১টায় কাপ্তাই লেকে ১০৬ দশমিক ৭৮ মীনস সি লেভেল পানি ছিল।
আজ সকাল থেকে এ এলাকায় বৃষ্টি না হলেও কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাচ্ছে। যে হারে পানি বাড়ছে এ হিসাবে আগামীকাল শনিবার রাত বারটার পরে ১০৮ মীনস সি লেভেল হওয়ার আশংকা রয়েছে।
লেকে পানি ধারণ ক্ষমতা লিমিট ক্রস করলে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পিডিবি সূত্রে জানা গেছে।
আতঙ্ক নয়, সকলে সচেতন হোন।