নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া সরফভাটা মুয়াবিনুল ইসলাম বড় মাদরাসার মুহতামিম হযরত আলহাজ্ব মাওঃ আবুল বয়ান সাহেব (রহ) আজ ২৫ আগষ্ট রাত ১২ টায় ইন্তেকাল করেছেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! হযরতের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত, আমরা হুজুরের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আ’লা মাক্বাম দান করুন- আমিন।
রবিবার সকাল ১১ টায় মরহুমের নামাজে জানাজা সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে- এবং হুজুরের শেষ ইচ্ছা অনুযায়ী তার হাতে গড়া কবরস্থান” মাক্ববারায়ে মুয়াবিনুল ইসলাম”এ নিজ উস্তাদ মরহুম “হযরত নায়েব সাহেব” হুজুরের এর পার্শ্বেই দাফন করা হবে।
পদুয়ায় কঠিন চীবর দান ও ভদন্ত সুমনতিষ্য মহাথের বরণ উৎসব অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস বাটানা পাহাড় সার্বজনীন শালবন বিহারে কঠিন চীবর দানোৎসবও ভদন্ত সুমনতিষ্য থের’র মহাথের বরণ উৎসব শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে।এদিন…