
নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া’র কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ওয়াকিল আহমেদ কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ফুল দিয়ে বরণ করে নিয়েছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(২৭ আগষ্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার রাজানগর রানীরহাট বাজার চত্বরে ওয়াকিল আহমেদ’কে ফুল দিয়ে বরণ করে নেন রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা বিএনপির সদস্য ও রানীরহাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আহব্বায়ক মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক ইসলামপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছারুল হক পেয়ারু, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কাজী মাসুদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাতার জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার, রাজু সওদাগর, আহমদ নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাসুদ চৌধুরী, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সহ-সভাপতি আবু বক্কর, সাবেক ছাত্রনেতা সাজু চৌধুরী, মুহাম্মদ নেজাম, মুহাম্মদ সুজন, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন লিটন, কামরুল ইসলাম পারভেজ, মুহাম্মদ ইব্রাহীম, অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম।
এদিকে ওয়াকিল আহমেদ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক বেতবুনিয়ায় আসলে তাঁকে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা বরণ করে নেন। পরে তাঁকে নিয়ে রানীরহাট বাজার, ইসলামপুর গাবতল মোটরসাইকেল শোডাউন করে রানীরহাট বাজার চত্বরে ফুল দিয়ে বরণ করেন নেন।