নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড এ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন গাউসিয়া কমিটি।
বুধবার(২৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলী মিয়া খানকাহ শরীফ মাঠে ওয়ার্ড গাউসিয়া কমিটির ব্যবস্থাপনা চাউল বিতরণ করা হয়।
এ-সময় রাজানগর ১নং ওয়ার্ড গাউসিয়া কমিটি সভাপতি মুহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা গাউসিয়া কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস চৌধুরী।
৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল বিন সৈয়দ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি’র সভাপতি পিয়ারুল আলম তালুকদার, সহ-সভাপতি শাহেদুল আলম তালুকদার, নির্বাহী সদস্য আব্দুর রশিদ সওদাগর, মুহাম্মদ টিপু সুলতান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জানে আলম, ৩নং ওয়ার্ড মাওলানা আবু সৈয়দ, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জানে আমল, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তার হোসেন, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল হাকিম প্রমুখ।
চাউল বিতরণের সময় বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাউসিয়া কমিটি’র উদ্যোগে চাউল বিতরণের কার্যক্রম হাতে নিয়। আজকে আমরা তা রাজানগর বগাবিলীর তিনটি ওয়ার্ড এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়াও গত বৃহস্পতিবার বন্যার পানি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক ঠান্ডাছড়িতে উঠে জনদুর্ভোগ সৃষ্টি হলে। রাজানগর ইসলামপুর গাউসিয়া কমিটির পক্ষ থেকে সেচ্ছাশ্রম ও ফ্রিতে আমরা সাধারণ জনগণকে পারাপার করে দিয়েছি। গাউসিয়া কমিটি সবসময় মানবতার সেবাই সবার আগে এগিয়ে আসে।