নিউজ ডেস্ক: পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলা সদরের ইছাখালীর একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নুর। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসীন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ চৌধুরী।
এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি সভায় যোগ দেন। অনুষ্ঠানের নির্ধারিত স্থানে জায়গার সংকুলান না হওয়ায় বাইরে, সামনের সড়কে অবস্থান নেন নেতৃবৃন্দ। নেতাকর্মীদের দলে দলে অংশগ্রহণে প্রস্তুতি সভা একপর্যায়ে মিলনমেলা উৎসবে রূপ নেয়। দীর্ঘ বছর পর নেতাকর্মীদের এই মিলনমেলায় নেতৃবৃন্দের অনুপ্রেরণামূলক বক্তৃতায় উজ্জীবিত হন তৃণমূলের নেতাকর্মীরাও।