
নিউজ ডেস্ক: সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর সোনারগাঁও এলাকার এসএসএম যুব সমিতি।
বৃহস্পতিবার(২৯ আগষ্ট) সকালে উপজেলার ১নং রাজানগর ঠান্ডাছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী উপহার দেন সংগঠন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন মানবাধিকার কমিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কাতার প্রবাসী মুহাম্মদ জয়নাল আবেদীন, এস এম এস সমিতির অর্থ সম্পাদক মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ হাসান তালুকদার, মুহাম্মদ এমদাদুল ইসলাম।
ত্রাণ বিতরণের জন্য আর্থিক সহযোগিতা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাহেদ, আরিফ, জাবের, দিদারুল ইসলাম, সাঈদ,মহিউদ্দিন, তামিম।