
নিউজ ডেস্ক: ফটিকছড়ি ও মিরসরাই এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিল সরফভাটাবাসীর পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার ছাত্র সমাজ।

রবিবার (১সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম ফটিকছড়ি ও মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী উপহার দেন ছাত্র সমাজের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা দিলদার বিন কাসেম, মো: সুমন,মো:সাব্বির,মো: ফরহাদ,মো:তানভীর,মো: আরমান, জিদান,মো: হাসান,মো:রাইহান,মো: রাব্বি,সাইমন,নোমান,

আজম,মো:রোহান,মো:ওসমান,মো:মিজান,মো: মুবিন, মো: রুহুল্লাহ,মো: সাখাওয়াত,মো: মানিক,মো:সোহেল,মো: রাশেদ, মো: আব্দুল্লাহ,মো: মোরশেদ,মো: রিয়াজ ও মো: তাসিন।
