
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম মাজারে মিছিলসহকারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পাশের একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার।


উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক মাহাবুব সাফা, সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক প্রমুখ।
এছাড়া এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা নেতৃবৃন্দের দলীয় নিয়ম-শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম করার আহবান জানান।

