নিউজ ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি অনুপম আর্দশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব রাজনৈতিক সংকট উত্তরণে রাসূল, (সা:)- এর সীরাত শীর্ষক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদে আছর এ ফাতেমা কনভেনশন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জানে আলমের সভাপতিত্বে এই সীরাত কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
আয়োজিত কনফারেন্সে প্রধান মেহমান ছিলেন,চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আজিজুল হক আল মাদানী।
প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।
জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধার সম্পাদক মাওলানা ক্বারী ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দুহা আশরাফী, কেন্দ্রীয় সদস্য মুফতি মাহমুদ বিন মাদানী, চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, সাধারণ সম্পাদক মাওলানা মতিউল্লা নূরী ও রাঙ্গুনিয়া থানার নবাগত ওসি মো:কামরুজ জমান।
এসময় আরো উপস্থিত ছিলেন,খন্ডলিয়া পাড়া মাদ্রাসার পরিচালক আল্লামা সুলতানা আহমদ, জান মোহাম্মদ পাড়া মাদ্রাসার পরিচালক মুফতি শা’আদাত হোসাইন, কোদালা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের, সুখবিলাস মাদ্রাসার পরিচালক মাওলানা মীর মো: কাছেম,চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেজামউদ্দিন, সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাস মাদানী, সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার পরিচালক আমির হোসেন খালবী, ইছাখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গুনিয়া থানা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ,জিয়াউল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন, সুখবিলাস তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন, বড়খোলা পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, ব্রম্মোত্তর মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ওসমান, বনগ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন, ইসলামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন, শাহাবুদ্দিন নগর মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ হারুন, রাইখালী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম, বনগ্রাম সেগুনবাগান মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ ইমরান প্রমুখ।
এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যসহ স্থানীয় ঘন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সীরাত কনফারেন্স আলোচনায় বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় হযরত মুহাম্মদ সা. এর আদর্শের কোনো বিকল্প নেই। আজকের নীতিনৈতিকতাহীন অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলকে হযরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ করতে হবে।
‘রাসুল (সা.) সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ। প্রতিটি মুমিনের উচিৎ রাসুলের জীবনাদর্শে নিজেদের পরিচালিত করা। মহান রাব্বুল আলামীন হেদায়েতের বার্তা দিয়ে রাসুল (সা.) কে প্রেরণ করেছেন তিনি এসে আমাদেরকে সত্য-মিথ্যা চিনিয়েছেন। আমাদের নিকট সত্য দ্বীন নিয়ে এসেছেন। নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। আর এ ছিল আমাদের প্রতি আল্লাহর মহা অনুগ্রহ’।
বক্তারা আরো বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে প্রতিদিন ইসলামের দুর্দশা বেড়ে চলেছে। সংবিধানের মূলনীতি থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া হয়েছে। গত ৪০ বছরের ইতিহাসে কোনো শাসকগোষ্ঠী ও তন্ত্র-মন্ত্রের ধারকরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ইসলামী হুকুমত কায়েম ছাড়া এ দেশে কখনো শান্তি আসবেনা, তাই ৯২ শতাংশের মুসলমানের দেশে ইসলামি হুকুমত ছাড়া কোন হুকুমত চলতে দেয়া যাবে না।