
নিউজ ডেস্ক : দেশের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া খুরুশিয়া রেন্জ পরিদর্শন করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর ) দিনব্যাপী চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন দক্ষিণ রাঙ্গুনিয়া কমলাছড়ি বিটের
সুফল প্রকল্পের আওতায় সৃজিত প্রায় ৯২ হেক্টর বনভূমির বনায়ন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় খুরুশিয়া রেন্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, দক্ষিণ বন বিভাগের আওতাধীন দক্ষিণ রাঙ্গুনিয়া কমলাছড়ি বিটের ২০২৩-২০২৪ সালের সুফল প্রকল্পের আওতায় সৃজিত প্রায় ৯২ হেক্টর বনভূমির বনায়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক।
এসময় তিনি ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৪ দিনে খুরুশিয়া রেন্জের বিভিন্ন জায়গায় উচ্ছেদকালে বিভিন্ন স্থাপনা,গয়াল ঘর,১২টি পুকুর,১টি পার্ক ও মালটা বাগানসহ অবমুক্ত করে দুই’শ একর জায়গা দখলে নেয়া জায়গাগুলো পরিদর্শন করেন।
প্রধান বন সংরক্ষ আমির হোসেন চৌধুরী এসব বনায়ন ও বৃক্ষের বৃদ্ধিসহ বনায়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধান বন সংরক্ষকের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল- মামুন,
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার, রাঙ্গামাটির USF বিভাগের বিভাগীয় কর্মকর্তা সোহেল রানা,চট্টগ্রাম দক্ষিণের (সদর) সহকারী বনসংরক্ষক মারুফ হোসেন।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।