নিউজ ডেস্ক: সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব, সামাজিক অবক্ষয়, অনিয়ম-অবিচার এবং বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম, খুনসহ সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পদুয়া রাজারহাট বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও ইঞ্জি. জাহেদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন শওকত আলী নূর।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবদুল জলিল মেম্বার, সৈয়দ নূর, দয়াল হরি শীল, ইফতেকার হোসেন রুবেল, আবুল হোসেন চৌধুরী, করিম চৌধুরী,জামশেদ মেম্বার, ড. দেলোয়ার হোসেন, আবু মুছা তালুকদার, নিশাদ সিকদার, নাছির উদ্দীন রক্সি, শফিকুল ইসলাম মহিম, আরজু ইসলাম রানা, মনসুর, নাসির উদ্দীন, রাশেল, মুফিজ, শাহাদাত হোসেন হেলেন, হায়েজ আহমেদ ও শোয়েব তালুকদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন শওকত আলী নূর বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন,গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় দখল, চাঁদাবাজি কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না। দলের ভেতর ঘাপটি মেরে থেকে কেউ অপকর্ম করলে তার দায় দল বহন করবে না।
তাকে সন্ত্রাসী হিসাবে গণ্য করা হবে। প্রয়োজনে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করতে উপরমহলের নেতাদের অবহিত করা হবে। রাঙ্গুনিয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর।