নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর হালিমপুরে খতিবের বক্তব্যের জেরে আজ বাদে জোহর মুয়াজ্জিনকে ইট মেরে আহত করল মুসল্লী।
গতকাল জুমার আলোচনায় স্থানীয় মসজিদে খতিব মাওলানা মুহসিন আলোচনার এক পর্যায়ে বলেন, মুয়াজ্জিন বা ইমামের দ্বারা ওয়াশরুম পরিস্কার করালে নামায পড়ালে তা শুদ্ধ হবেনা। এনিয়ে মুয়াজ্জিন কে দোষারোপ করে কিছু ব্যক্তি।
গত ২১ সেপ্টেম্বর (শনিবার) বাদে জোহর মোঃ সবুর (৬৫) নামে এক ব্যক্তি মুয়াজ্জিন মাওলানা রবিউলকে এ বিষয়কে কেন্দ্র করে ইট দিয়ে মেরে আহত করে। এতে তার চোখের উপরে মাথায় জখম ও ফেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান আহতের ভাই ইকবাল হোসেন।
মসজিদের সাারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, খতিবের বক্তব্যের জেরে সবুর ইট দিয়ে মুয়াজ্জিনকে আহত করার জন্য দুঃখ প্রকাশ করেন। চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়েছে। শীঘ্রই মসজিদ কমিটি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিবে।
মসজিদের মুয়াজ্জিনের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও হালিমপুর একতা সংঘ।