
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের দুঃসময়ের কারা নির্যাতিত ত্যাগী নেতা সোহেল হোসেন তালুকদার মধ্যপ্রাচের দেশ কাতার হতে নিজ জম্মভূমি রাঙ্গুনিয়ায় আগমনের খবর শোনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিশাল গাড়ি বহর নিয়ে ২৭শে সেপ্টেম্বর শুত্রুবার সকাল ১০ঘটিকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া প্রবেশধার তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ফুলের মালা হাতে নিয়ে দুঃসময়ের কারা নির্যাতিত ত্যাগী নেতা সোহেল হোসেন তালুকদারকে ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করে নেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাঙ্গুনিয়ায় প্রবেশ করে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কারা নির্যাতিত যুব নেতা সোহেল তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা রাসেল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড়ের সভাপতি সাইফুল ইসলাম রিপন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ, লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হোসেন, দক্ষিণ রাজানগর ইউনিয় যুবদল নেতা মোহাম্মদ হাসান, আবুল মনসুর, আব্দুল গফুর, মোজাম্মেল হোসেন, মনির, আজিজ উদ্দিন, সালাউদ্দিন, নাজিমুদ্দিন, কাজী আবুল কালাম, কাজী মোরশেদ, তাজুল ইসলাম, আরি, মোহাম্মদ হাসা, আব্দুর রগিম,খলিলুর রহমান সহ অন্যান্নরা।
দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় আসলে স্খানীয়রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে সংক্ষিপ্ত বক্তব্যে কারা নিযার্তিত ত্যাগী নেতা সোহেল হোসেন তালুকদার বলেন আমি এই এলাকারই সন্তান, আমি গত বছর স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় স্বীকার হয়ে বিদেশে চলে যেতে হয়েছে, স্বৈরাচার পতনের পর মুক্ত বাতাসে ফিরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, এ জন্য মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে যেন আপনাদের সাথে থাকতে পারি।