
নিউজ ডেস্ক : রাজস্থলী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান সম্পাদক আইয়ুব চৌধুরী।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পেশাদার সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাবের’ দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রেসক্লাবের সাধারণ সভার মাধ্যমে সকলের সম্মতিক্রমে দৈনিক পূর্বকোণ ও যায়যায়দিন পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান সভাপতি ও দৈনিক সাঙ্গু পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আইয়ুব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে আজগর আলী খান ও সাবেক সাধারণ সম্পাদক হারাধন কর্মকার দুইজনে প্রার্থী হওয়াতে একমত পোষণ করে সাধারণ সম্পাদক হারাধন কর্মকার আজগর আলী খান কে সমর্থন করেন।
এসময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকারকে সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে আইযুব চৌধুরীর প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় অন্যানের মধ্যে নির্বাচিত হন সিনিয়র সহ সভাপতি সাংবাদিক চাথোয়াই মং মারমা (দৈনিক আমার বার্তা),সহ সভাপতি কাইযুম হোসেন মিরাজ,সহ সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ (দৈনিক পার্বত্য চট্টগ্রাম)কোষাধ্যক্ষ নুসরাত জাহান নিশু (দৈনিক বাংলাদেশ সমাচার)সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন(দৈনিক আজকালের সংবাদ),কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ(দৈনিক নতুন সময় পত্রিকা ও দৈনিক পার্বত্য কন্ঠ) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উচ্চপ্রু মারমা (দৈনিক সবুজ বাংলা)।