
নিউজ ডেস্ক: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নবনিযুক্ত ওসি মো: নজরুল ইসলাম ।

তিনি ১১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পদুয়া ইউনিয়নের জমাদারটিলা ইয়ংস্টার পুজা মন্ডপ, রাজারহাট পজা মন্ডপ, বনিকপাড়া পুজা মন্ডপ, হরিহর পুলিনের বাপের বাড়ি পুজা মন্ডপ, হরিহর বাবুল মেম্বারের বাড়ি পুজা মন্ডপ,হরিহর মহাজনপাড়া পুজা মন্ডপ,পম্চিম খুরুশিয়া গিতা পাড়া পুজা মন্ডপ, সুখবিলাস সিকদার পাড়া দু্র্গা মন্দির ও ডা: দয়াল হরি শীল বাড়ি মন্দিরে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন ।


এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির লোকজনের সাথে মন্দিরের নিরাপত্তা সহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।

এ সময় ওসি মো: নজরুল ইসলাম জানান দক্ষিণ রাঙ্গুনিয়ায় এবারের প্রত্যেকটি পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ বাহিনী সোচ্চার রয়েছে।
