
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১২ অক্টোবর) রাতে শুরুতে তিনি রাঙ্গুনিয়ার কাদের নগরে তাঁর পৈত্রিক (সালাউদ্দিন কাদের চৌধুরী) বাসভবনে যান। সেখানে নবীন-প্রবীণ হাজারো নেতাকর্মীর ঢল নামে।

এদিন তিনি চন্দ্রঘোনার গীতা ভবন মহাজন বটতল, পশ্চিম কদমতলী বনিকপাড়া মন্দির, মধ্যম কদমতলী জয়কালী মন্দির, শান্তিনিকেতন ক্ষেত্রপাল মন্দির, পৌরসভার ইছাখালী নিতাই সেবাশ্রম দাশ পাড়া মন্দির এবং সৈয়দবাড়ি নারায়ণ মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপগুলো পরিদর্শন করেন এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করা ও তাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় এসব মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করে। মন্ডপ পরিদর্শনকালে বিএনপির জেলা-উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।