
নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙ্গুনিয়ায় পাসের হার কলেজে ৬৬.৪৮ শতাংশ এবং মাদ্রাসায় পাসের হার ৯৯ শতাংশ। এছাড়া উপজেলার ৯টি কলেজের ২০০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৩৩ জন এবং জিপিএ—৫ পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। অন্যদিকে আলিম পরীক্ষার ফলাফলে উপজেলার ৭টি মাদ্রাসার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা জানান, পাসের হার আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের ন্যায় এবারও উপজেলায় প্রথম হয়েছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ। তাদের ২৩৮ জন পরীক্ষার্থীও মধ্যে পাস করেছে ২১৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৯২.০২ শতাংশ এবং ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ৭১.৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করে দ্বিতীয় হলেও কেউ এ প্লাস পায়নি। উপজেলার একমাত্র সরকারি কলেজ রাঙ্গুনিয়া সরকারি কলেজের ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫৭ জন। পাসের হার ৬৮.১৫ শতাংশ এবং ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে আলিম পরীক্ষার ফলাফলে ৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। মাদ্রাসাগুলো হল— আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা, রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসা, পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, জামেয়া নঈমিয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা এবং মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা। তবে চন্দ্রঘোনা মাদ্রাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭.৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
তথসুত্র: জগলুল হুদা