
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাঙ্গুনিয়া পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদে জুমা রাঙ্গুনিয়া মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উত্তরজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী পৌরসভা মৎস্যজীবী দলের ৩৮ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।




কমিটিতে মো.ইকবাল হোসেনকে আহবায়ক ও মো. পারভেজকে সদস্য সচিব করা হয়েছে।


পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা যুবদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ খান।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক ফজলে এহসান শামীম, শহীদুল ইসলাম সাজু, পৌরসভা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।





এ কমিটি অনুমোদন শেষে আগত অতিথিরা উক্ত পৌরসভা কমিটিকে স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।