নিউজ ডেস্ক: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি পদুয়া,শিলক ও সরফভাটা ইউনিয়ন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কের সত্যপীর মাজারে যায়। সেখান থেকে পদযাত্রা শুরু করেন নেতৃবৃন্দ। মিছিলসহকারে নেতৃবৃন্দ জিয়াউর রহমানের প্রথম কবরে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেয়ারতের মাধ্যমে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহাজাহান সিকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব রাসেল,
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ন-আহবায়ক ও পদুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল হুদা আমান,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম- আহবায়ক ও শিলক ইউনিয়ন যুবদলের আহবায়ক আজম খান,যুবদল সেতা মো: লিয়াকত, মো: কবির ও মো: সোহেল প্রমুখ।