নিউজ ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বাদে মাগরিব স্থানীয় কোদালা আজিজিয়া মাদ্রাসা মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি জানে আলম সাহেবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সাকুর হাম্মাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ আনসারী।
আয়োজিত সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কোদালা ইউনিয়নের বিভিন্ন স্তরের আলেম সমাজ আলোচনা করেন।
আলোচনা সভা শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মো: ইসমাইল কোদালা ইউনিয়ন শাখার আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
আংশিক কমিটির নেতৃবৃন্দরা হলেন:- সভাপতি -জামিয়া ওয়াহেদিয়া মুন্সিপাড়ার মুহাদ্দিস মাওলানা হাফেজ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি-বড়খোলাপাড়া তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ রফিক,সহ-সভাপতি- চন্দ্রঘোনা আধুরপাড়া নূরানী কিন্ডারগার্ডেনের পরিচালক মাওলানা মুহাম্মদ জসিম,মাওলানা হাফেজ মুহিব্বুল্লাহ, সাধারন সম্পাদক- কোদালা ফকিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ইউসুফ,সিনিয়র যুগ্ন সা: সম্পাদক-পূর্ব কোদালা বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা লোকমান,সহ সা: সম্পাদক-কোদালা রহমানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক- বদুপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক-মাওলানা জামাল উদ্দীন,প্রশিক্ষণ সম্পাদক-কোদালা মাদরাসার শিক্ষক মাওলানা আইয়ুব,শিশু ও মহিলা বি: সম্পাদক-মাওলানা আবদুল করিম,প্রচার সম্পাদক-পূর্ব কোদালা রমজানিয়া জামে মসজিদের খতিব মাওলান আলমগীর,সহ প্রচার সম্পাদক-মাওলানা ফয়জুল্লাহ,দপ্তর সম্পাদক-মাওলানা ইমরান,বায়তুল মাল বিষয়ক সম্পাদক-মাওলানা হাফেজ নুরুল আমিন ও মিডিয়া বিষয়ক সম্পাদক-মাওলানা আবুল কালাম।
এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখা,ইসলামি আন্দোলন বাংলাদেশ কোদালা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও কোদালা ইউনিয়নের বিভিন্ন স্তরের আলেম সমাজ উপস্থিত ছিলেন।