নিউজ ডেস্ক: সরফভাটা ইমাম পরিষদের উদ্যোগে জামেয়া মেহেরীয়া জামে মসজিদ মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় স্থানীয় জামেয়া মেহেরীয়া জামে মসজিদ মিলনায়তনে সরফভাটা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সর্বস্তরের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ও সদর হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নেছার আহমদ।
সরফভাটা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতী দিলদার বিন কাসেমে সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন সরফভাটার সর্বস্তরের মসজিদের ঈমাম-খতিব ও আলেমগন।
আলোচনায় আলেমগন সর্বস্তরের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সকলের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী করা প্রয়োজন বলে মনে করেন।
আলোচনা শেষে সরফভাটায় সকল ইসলামী রাজনৈতিক ও অরাজনৈতিক দলের প্রতিনিধির মাধ্যমে মাওলানা নেছার আহমদকে প্রধান ও মুফতী দিলদার বিন কাসেমকে সচিব করে ৮ জন বিশিষ্ট একটি নীতিনির্ধারণী কমিটি গঠন করেন এবং পরবর্তীতে উক্ত কমিটি পরামর্শের ভিত্তিতে আরো সদস্য বাড়াতে পারবে বলে জানান।
কমিটির নেতৃবৃন্দরা হলেন-মাওলানা নেছার আহমদ (প্রধান) মুফতী দিলদার বিন কাসেম (সচিব), সদস্য হিসেবে মাওলানা তৈয়ব, মুফতী জাহাঙ্গীর আলম,মাওলানা ফজলুল করিম, মাওলানা কারী ইসমাইল, মাওলানা লোকমান ও মাওলানা সাঈদ আলম।
এসময় সরফভাটার মসজিদের ঈমাম-খতিব,সরফভাটা ইউনিয়নের ইসলামী দলের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন স্তরের আলেম সমাজ উপস্থিত ছিলেন।