নিউজ ডেস্ক: আগামী শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গ্রিডে জরুরি কাজ এবং ৩৩ কেভি গাছ কাটার কাজের জন্য (রোয়াজারহাট, মরিয়মনগর, নজরের টিলা, ফুলগাজীপাড়া, শিলক, পদুয়া, পূর্ব সরফভাটা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে পূর্বেই লাইন চালু হতে পারে।
সুত্র: এজিএম খালেদ মাসুদ মজুমদার